ক্রীড়া প্রতিবেদক
জুন ২১, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন
যোগ করা সময়ে রোনালদ হার্নান্দেজ দুর্দান্ত হেডে গোল করলে জয় বঞ্চিত হয় ইকুয়েডর।
কোপা আমেরিকায় ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়ে ২-২ গোলে ড্র হয়েছে।
রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৫ মিনিটে কয়েকটি আক্রমণ করে ইকুয়েডর। দফায় দফায় আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে আটকে যায় ভালেন্সিয়া-কাম্পানারা।
অবশেষে ৩৯ মিনিটে ইকুয়েডর গোলের দেখা পায়। এক জটলা থেকে গোলটি করেন প্রেসিয়াডো। ভেনেজুয়েলার খেলোয়াড়েরা অফসাইডের আবেদন করলে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্তই বহাল রাখেন।
দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে ৫১ মিনিটে এডসন কাস্তিল্লোর গোলে সমতায় ফিরে ভেনেজুয়েলা। ৭১ মিনিটে দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে ইকুয়েডরকে এগিয়ে দেন তিন মাঠে আগে বদলি হিসেবে মাঠে নামা গঞ্জালো প্লাতা।
ইকুয়েডর যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় তখনই হিসেব পাল্টে দেয় ভেনেজুয়েলা। যোগ করা সময়ে দুর্দান্ত হেডে গোল করেন রোনালদ হার্নান্দেজ। ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
এএন/০৪