সিলেট মিরর ডেস্ক
মার্চ ২০, ২০২৫
০২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২৫
০২:৪৮ পূর্বাহ্ন
হাজার হাজার মাইনসে আইয়া আমারে আর ফ্যামিলিরে দেখসে, সাংবাদিকদের হামজা
হামজা চৌধুরীকে এক নজর দেখতে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত নেমেছিল যেন। যা বাংলাদেশি বংশোদ্ভুত শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারকে অভিভূত করেছে। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে অনেকে ছুটে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নবীগঞ্জের স্নানঘাটে। যা দেখে হামজা ও তার পরিবার মুগ্ধ।
মঙ্গলবার সিলেট থেকে ঢাকায় এসে টিম হোটেলে যোগ দিয়েছেন। আজ বুধবার সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের সঙ্গে এসেছিলেন। যেখানে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে হামজা সিলেটি ভাষায় বলেছেন, ‘আমার বন্ধু-বান্ধব আর ফ্যামিলির লাগি ইকটা গর্বের মুহূর্ত। আমি দেশো আইসি আর হাজার হাজার মাইনসে আমারে আর আমার ফ্যামিলিরে দেখাত আইসে।’
জিসি / ০৪