ক্রীড়া প্রতিবেদক
জুন ২১, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন
ম্যাচের ১৭ মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু
কোপা আমেরিকায় কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে চমকে দিল পেরু। ম্যারে প্রথমার্ধের ১৭ মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা।
কিন্তু তাদের দূভার্গ্য কর্নার থেকে আসা বল 'ক্লিয়ার' করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ইয়েরি মিনা। এভারটন ডিফেন্ডারের এই আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
পেরুর বিপক্ষে আগের ১০বারের মুখোমুখিতে কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। কিন্তু রিকার্ডো গারেকার এই দলটাই আজ সোমবার ভোরে স্মরণীয় এক জয় তুলে নিল কলম্বিয়ার বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করেছে পেরু। কলম্বিয়ার গোলপোস্টে কয়েকটি শটের ধারাবাহিকতায় তারা গোল পায় ১৭ মিনিটে। সতীর্থের শট কলম্বিয়া গোলকিপার ডেভিড ওসপিনাকে ফাঁকি দিয়ে আঘাত হানে গোলপোস্টে। ফিরতি বলে শট নিয়ে গোল করেন পেনা।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় সমতায়সূচক গোল পায় কলম্বিয়া। ম্যাচের ৬৪ মিনিটে দূভার্গ্যজনকভাবে গোল খায় কলম্বিয়া। পেরু পাওয়া কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে 'ক্লিয়ার' করতে যান মিনা। বলটা তাঁর বুকে লেগে চলে যায় কলম্বিয়ার জালে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া।
এই জয়ে 'বি' গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল পেরু। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
এএন/০৩