ক্রীড়া প্রতিবেদক
জুন ২১, ২০২১
০৮:০১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০৮:০১ পূর্বাহ্ন
তুরস্ককে হারিয়ে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখল সুইজারল্যান্ড।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুরস্ককে হারিয়ে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখল সুইজারল্যান্ড। গতকাল রবিবার বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার আশা বাঁচিয়ে রাখল সুইসরা
গ্রুপপর্বের খেলা শেষে তুরষ্ককে ফিরতে হচ্ছে শূন্য হাতে। ৩ ম্যাচের সবকটিতেই হারে দলটি। গ্রুপপর্ব শেষে ওয়েলস ও সুইজারল্যান্ড সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে এগিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ওয়েলস।
গ্রুপ পর্বের তিন ম্যাচে ৮টি গোল খাওয়ার বিপরীতে মাত্র একটি গোল করেছে তুরস্ক। এবারের ইউরোতে এমন পারফরম্যান্সের পর চারদিক দিকে ছুটে আসছে সমালোচনার তির। দলটির সাবেক ফুটবলার নিহাত কাহভেচির কথা এবারের ইউরোর ২৪ দলের মধ্যে 'সবচেয়ে বাজে' দল এই তুরস্কই।
এএন/০২