সিলেট মিরর ডেস্ক
জুন ১৫, ২০২১
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
০৯:০০ অপরাহ্ন
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগের মামলা তদন্ত করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অভিযোগ সম্পর্কে আরও তথ্য জানতে পরীমনিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তলব করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কথা বলার জন্য তাকে ডাকা হয় বলে জানান পরিমনী নিজেই।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মামলাটির বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। তাকে তার সুবিধাজনক সময়ে আসতে বলা হয়েছে। তদন্ত কর্মকর্তা তার বক্তব্য আরও বিশদ শুনতে চান।
তিনি আরও জানান, মামলায় গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে ওইসব বিষয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।
এর আগে গত রোববার নায়িকা পরিমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন।
পরে তিনি এ অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।
বি এন-০৫