খেলা ডেস্ক
জুন ১২, ২০২১
০৮:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
০৮:৫৮ পূর্বাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের মাঠে নামার আগে ফ্রান্স দলের দুই স্ট্রাইকার এমবাপে ও জিরোদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এমনিতেই ফ্রান্স রয়েছে ডেথ গ্রুপে।
এই গ্রুপে আরো আছে জার্মানি, পর্তুগাল এবং হাঙ্গেরি। ১৫ জুন মঙ্গলবার রাতে দুটি ম্যাচ মাঠে গড়াবে। হাঙ্গেরি যখন পর্তুগালের মুখোমুখি হবে তখন এই সময়ে ফ্রান্স ও জার্মানির বিপক্ষে খেলবে। এই কঠিন লড়াইয়ের আগে যেখানে দল নিয়ে ব্যস্ত থাকবেন। ঠিক তখন ফরাসি ফুটবলে টানাপোড়েন শুরু হয়েছে। দুই ফুটবলারের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া লেগেছে দুই স্ট্রাইকার কিলিয়ান এমবাপে এবং অলিভার জিরোদের মধ্যে। জিরোদের কিছু মন্তব্যকে ঘিরে রেগে আগুন এমবাপে।
সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে তা হলো বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পরেই দলের অন্য খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলেন জিরোদ। তার কথা হচ্ছে, অলিভার জিরোদ যখন বলেন, তিনি দৌড়ালে অন্যরা তাকে বল দেয় না। এটা শুনেই নাকি রেগেছেন এমবাপে। এতটাই ক্ষুব্ধ হয়ে পড়নে যে, পালটা সাংবাদিক বৈঠক ডেকে জিরোদের কথার জবাব দিতে চেয়েছিলেন। শেষমেশ কোচ দিদিয়ের দেশমের মধ্যস্থতায় ব্যাপারটা তখনকার মতো মিটে গেলেও তবে পুরোপুরি শান্তি ফেরেনি ফরাসি শিবিরে। বৃহস্পতিবার অনুশীলনের সময় জিরোদ কথা বলতে যান এমবাপের সঙ্গে।
জিরোদ বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এমন সময় কোচ গিয়ে আলাদা করে দুই ফুটবলারকে ডেকে সমঝোতা করানোর চেষ্টা করেন। দুই ফুটবলারের বিরোধ নিয়ে চিন্তায় আছেন কোচ দেশম।
এএন/০৩