কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ০৯, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন
সিলেটের সীমান্ত ঘেঁষা কোম্পানীগঞ্জ উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে মাদক পাচার ও ডাকাতি নির্মুলে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিকেল ৫টায় কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে পুলিশের চেকপোস্ট কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ।
চেকপোস্ট উদ্বোধনের সময় প্রবাস কুমার সিংহ বলেন, সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগের একমাত্র সড়কপথ বঙ্গবন্ধু মহাসড়কে চেকপোস্ট বসানোর ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। মাদক ব্যবসায়ীরা এই সড়ককে যেন নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে ও রাতের বেলা চলাচলকারী সাধারণ মানুষ যেন ছিনতাইকারীর কবলে না পড়ে, সেই দিক বিবেচনা করে ২৪ ঘণ্টা চেকপোস্টে দায়িত্বপালন করবেন পুলিশ সদস্যরা।
স্থানীয়রা জানান, ছিনতাই, ডকাতি ও মাদক চোরাচালান রোধে এবং মাদক ব্যবসায়ীদের নির্মুলে এই চেকপোস্ট সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে ভোলাগঞ্জের সাদা পাথরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার পর্যটকের নিরাপত্তায় এই চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, সিলেট-ভোলাগঞ্জ সড়কে মাঝে-মধ্যে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। অনেক সময় এই সড়ককে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা ভারতীয় মাদকদ্রব্য চোরাচালান করে থাকে। এসব অপ্রীতিকর কার্যক্রম বন্ধ করতে সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় ২৪ ঘণ্টা চেকপোস্টে দায়িত্বপালন করবেন পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, শহর মোটরযান পরিদর্শক মারেকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান এবং কোম্পানীগঞ্জ থানা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির ফোর্স।
এ সময় কাগজবিহীন ৫টি মোটরসাইকেল আটক করা হয় এবং ৫টি সিএনজিচালিত অটোরিকশার কাগজের মেয়াদ পার হওয়ায় মামলা দেওয়া হয়।
এমকে/আরআর-১১