সিলেটের রাজা স্কুলের সেই ভবন পরিত্যক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২১
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
১১:৫৮ অপরাহ্ন



সিলেটের রাজা স্কুলের সেই ভবন পরিত্যক্ত ঘোষণা

সিলেটে এক মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে ফাটল ধরা নগরের রাজা জি সি স্কুলের ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে ভবন পরিদর্শন শেষে এই ঘোষণা দেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিত।

তিনি জানান, মৌখিকভাবে নির্বাহী প্রকৌশলী ভবনটি পরিত্যক্ত ঘোষণার কথা আমাদের জানিয়েছেন। পরবর্তীতে চিঠির মাধ্যমেও তা ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত স্কুলের এই ভবনটির কয়েকটি কক্ষে ও ছাদে ফাটল ধরেছে। এমনকি বিজ্ঞানাগারেও ফাটল দেখা দেয়। এছাড়া ২০১৭-১৮ সালে ভবনের উপর তলার কাজ শেষ হয়। ভবন নির্মাণের ১৪ বছরের মাথায় ভবন ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।  

ভূমিকম্পে নতুন ভবনের পুরোটাই চারদিকেই ফাটল ধরেছিল। এছাড়া ভবনের দক্ষিণ পাশের বেশ কিছু অংশ দেবে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করেছি। 

এসএইচ/আরসি-১২