খন্দকার মাহমুদুর রহমানের মৃত্যু, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ০৮, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন



খন্দকার মাহমুদুর রহমানের মৃত্যু, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান আর নেই। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরের পশ্চিম কাজলশাহ এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

খন্দকার মাহমুদুর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার যোহরের নামাজের পর বাগবাড়িস্থ নূরিয়া জামে মসজিদে জানাজা শেষে তৎসংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করা খন্দকার মাহমুদুর রহমান বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে অর্থনীতিতে স্নাতক, পরের বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে কৃষি-অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৯৫ সাল অবধি তিনি সরকারের সহকারী সচিব, উপ-সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (কুমিল্লা), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (ঢাকা), বাংলাদেশ পল্লী উন্নয়ন ইসস্টিটিউট (সিলেট)-এর পরিচালক ছিলেন।

তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, সিডাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থায় সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

খন্দকার মাহমুদুর রহমান ২০০৩ সাল থেকে ২০১৯ সাল অবধি মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন এবং অধ্যাপনা করেছেন। জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে তিনি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর তিনি বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন। তাঁর বেশ কিছু গবেষণালব্ধ নিবন্ধ দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক: খন্দকার মাহমুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শোকবার্তায় বলেন, ‘খন্দকার মাহমুদুর রহমান অত্যন্ত মেধাবী, কর্মঠ, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। কর্মজীবনে তিনি তাঁর জ্ঞান, মেধা ও দক্ষতার উজ্জ্বল সাক্ষর রেখেছেন। দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েও তাঁর মধ্যে ছিল না কোনো অহংকার, গরিমা। খন্দকার মাহমুদুর রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকেই জড়িয়ে ছিলেন। এই প্রতিষ্ঠানের প্রতি ছিল তাঁর নিখাদ মায়া, মমতা ও ভালোবাসা। এমন নির্লোভ, হিতৈষী মানুষের প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরসি-০৪