সিলেট মিরর ডেস্ক
জুন ০৮, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী ও সিলেট মহানগরের আওয়ামী লীগের নেতা তাহমিন আহমদ।
আজ সোমবার (৭ জুন) বেলা তিনটায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস করোনায় আক্রান্ত হয়ে গেলে মৃত্যুবরণ করলে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র জমা দিয়ে তাহমিন আহমদ বলেন, ‘পারিবারিক সূত্রেই আমি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আছি। সবসময় মানুষের সেবা করছি। দল ও নেত্রী চাইলে এবার সিলেট-৩ আসনের মানুষের সেবা করতে এমপি প্রার্থী হতে চাই।’
প্রসঙ্গত, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ই জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ই জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩শে জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪শে জুন।
এএফ/০৮