ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুর

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন



ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুর

সিলেটে আজ সোমবার (৭ জুন) সন্ধ্যায় হওয়া দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা তার আশেপাশ এলাকায়।

আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফায় এবং এর এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। 

এর আগে গত ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা ৫৮ মিনিটের মধ্যে সাত দফায় ভূমিকম্প হয় সিলেটে। যদিও ৪টি ভূমিকম্প ছাড়া বাকিগুলো ২ মাত্রার নিচে হওয়ায় সেগুলো হিসেবে নেয়নি আবহাওয়া অফিস। তবে এর পর দিন ভোর সাড়ে ৪টার দিকে আবারও ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের আশপাশ এলাকা। 

এ ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা ৭ থেকে ১০ দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। তাদের সতর্ক বার্তার নয় দিনের মাথায় আজ আবার ভূমিকম্প অনুভূত হলো। 

এনএইচ-০৩/এএফ-০৮