জিন্দাবাজারে মার্কেট হেলে পড়ার খবরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক


জুন ০৮, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
১২:২২ পূর্বাহ্ন



জিন্দাবাজারে মার্কেট হেলে পড়ার খবরে আতঙ্ক
মার্কেট কর্তৃপক্ষের দাবি ‘গুজব’

সন্ধ্যায় এক মিনিটের মধ্যে দুই দফা ভূমিকম্পে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম মার্কেট হেলে পড়েছে এমন খবরে জিন্দাবাজারজুড়ে আতঙ্ক দেখা দেয়। তবে মার্কেট কর্তৃপক্ষ বলছেন, ঘটনা সত্য নয়, গুজব। 

আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯  মিনিটে এবং এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে নগরজুড়ে দেখা দেয় আতঙ্ক। এ সময় খবর ছড়িয়ে পড়ে যে, জিন্দাবাজার এলাকার ‘সিলেট মিলেনিয়াম’ মার্কেট হেলে পড়েছে। এ খবরে মার্কেটের ব্যবসায়ী-ক্রেতা ও আশাপাশের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। উৎসুক অনেকে মার্কেটের সামনে ভিড় জমান।

তবে বিষয়টিকে সত্য নয় বলে দাবি করেছেন সিলেট মিলেনিয়াম ব্যবসায়ী সমিতির নেতা বদরুদ্দোজা শাফি। তিনি সিলেট মিররকে বলেন, ‘ভূমিকম্পের সময় মার্কেটের ৪ তলার কয়েকজন স্বর্ণের ব্যবসায়ী দোকান বন্ধ করে নিচে নেমে যান। তাদেরকে নিচে নামতে দেখে অনেকে বিভ্রান্ত হন। এ সময় কে বা কারা মার্কেট হেলে পড়েছে বলে প্রচার করেন। কিন্তু বিষয়টি আদৌ সত্য নয়, গুজব।’

আরসি-০৯