ওসমানীনগরে বজ্রপাতে তরুণ নিহত

ওসমানীনগর প্রতিনিধি


জুন ০৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন



ওসমানীনগরে বজ্রপাতে তরুণ নিহত

সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মুক্তারপুর হাওরে এ ঘটনা ঘটেছে। নিহত ও আহত দুইজন একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয় বড় হাজীরপুর গ্রামের রেজন মিয়ার ছেলে জুবের আহমদ (১৮) মুক্তারপুর হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই তার গরুটি মারা যায়। একই সময়ে হাওরে মাছ ধরতে থাকা শরিফ মিয়ার ছেলে আলতাব মিয়া (৪২) বজ্রপাতে আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত আলতাব মিয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ইউডি/আরআর-১১