যেমন বাজেট চাই-৬

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২১
০৮:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৮:১৯ পূর্বাহ্ন



যেমন বাজেট চাই-৬

করোনার এক বছরের অতিক্রান্তকালে বিভিন্ন ধরণের ব্যবসায়ীদের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। পোল্ট্রিখাতও এর ব্যতিক্রম নয়। এই খাতের আমদানিকৃত জিনিসগুলোর দাম করোনার কারণে ব্যাপক হারে বেড়ে গেছে।

এবারেরর বাজেটে তাই খাদ্য নিরাপত্তা এবং করোনা পরিস্থিতিতে খাদ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সে বিষয়ে জোর দেওয়া উচিত বলে মনে করছেন পোল্ট্রিখাতে সিলেটের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসাইন।

বাজেটকে সামনে রেখে এই  ব্যবসায়ী কথা বলেছেন সিলেট মিরর-এর সঙ্গে। সেখানে তিনি বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা কেউ জানি না। তাই সবার আগে খাদ্য নিরাপত্তার বিষয়টির দিকে মনোযোগ দিতে হবে। যাতে নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে না যায়।’

পোল্ট্রিখাতের বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘এই খাতে যেসব জিনিস আমদানি করা হয় তার দাম ব্যাপক হারে বেড়ে গেছে। ফিডের দামও বাড়ছে। এতে ডিম ও ব্রয়লার মাংসের দাম না বাড়ালে টিকে থাকা কঠিন হবে সংশ্লিষ্টদের।’

পোল্ট্রি ক্ষেত্রে শুল্কমুক্ত আমদানি সুবিধা বাজেটে রাখার দাবি জানিয়ে তিনি বলেন, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে ডিমের দাম ১০ টাকা। এখন পরিস্থিতি এরকম হয়েছে- ফিডের দাম কমাতে হবে, না হয় ডিমের দাম বাড়াতে হবে। দাম বাড়লে তা স্বল্প আয়ের মানুষকে সমস্যায় ফেলবে।’

গত বছর সরকার করোনা পরিস্থিতিতে যে প্রণোদনা চালু করেছিল সেটি এ বাজেটেও অব্যাহত রাখা দরকার জানিয়ে তিনি বলেন, ‘এটা সরকারের দারুণ পদক্ষেপ ছিল। তবে এটি যাতে যথাযথভাবে কাজে লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ সরকারের ঘোষিত প্রণোদনা সিলেটে মাত্র ২৫ শতাংশ কাজে লেগেছে।’

আরসি-০২