নিজস্ব প্রতিবেদক
জুন ০৩, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে অনেক নারী উদ্যোক্তা ক্ষতিগ্রস্থ হয়েছেন। অনেকে পুঁজি হারিয়ে বেকার হয়েছেন। যাদের প্রতিষ্ঠান ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছেন। আসছে বাজেটে তাই নারী উদ্যোক্তাদের রক্ষায় বিশেষ প্যাকেজ উদ্যোগ চান সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী এই নেতা কথা বলেছেন সিলেট মিরর-এর সঙ্গে। সেখানে তিনি নারী উদ্যোক্তাদের রক্ষায় বিশেষ প্যাকেজ উদ্যোগ, অনলাইন ব্যবসার সম্ভাবনাকে মূল্যায়ন এবং নতুন উদ্যোক্তাদের ঋণ পাওয়ার নিশ্চয়তার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, ‘করোনার কারণে অনেক নারী উদ্যোক্তা পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে যাদের শো-রুম, পার্লার, টেইলার্সের মতো প্রতিষ্ঠান ছিল তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের রক্ষায় বিশেষ বরাদ্দ বাজেটে থাকা দরকার।’
তবে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের দিকে এবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে তার মত।
স্বর্ণলতা রায় বলেন, ‘করোনা পরিস্থিতি নারী উদ্যোক্তাদের নতুন পথ দেখিয়েছে। পরিস্থিতির কারণে অনেকে অনলাইনভিত্তিক ব্যবসায় মনযোগ দিয়েছেন এবং দ্রুত এই ক্ষেত্রের প্রসার হয়েছে। লাভবান হয়েছেন অনেক নারী উদ্যোক্তা।’
নতুন এই সম্ভাবনাকে কাজে লাগানো উচিত জানিয়ে তিনি বলেন, ‘দেশে এখন অসংখ্য নারী উদ্যোক্তা অনলাইনে ব্যবসা করছেন। কিন্তু ব্যবসায়ী হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছেন না। তারা ট্রেড লাইসেন্স পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। ব্যাংক ঋণও পান না। অথচ অনলাইনে যারা ব্যবসা করছেন তারা দেশের অভ্যন্তর ছাড়া বিদেশেও পণ্য পাঠাচ্ছেন। এসব উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স, ব্যাংক ঋণ ও রফতানি লাইসেন্সের আওতায় আনা গেলে দেশ লাভবান হবে, দেশের অর্থনীতিও লাভবান হবে।’
তিনি বলেন, ‘সরকার নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজ দিয়েছেন। ব্যাংকগুলোও অনেককে ডাকে লোন নেওয়ার জন্য। কিন্তু আদৌ উদ্যোক্তারা বিশেষ করে নতুন উদ্যোক্তারা সহজে ঋণ পাচ্ছেন কিনা তা নজরদারি করা দরকার।’
আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ প্যাকেজের আওতায় বিশেষ বরাদ্দ রাখা গেলে করোনার কঠিন সময়ে নারী উদ্যোক্তাদের রক্ষা করা যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘এ জন্য নারী উদ্যোক্তাদের সহজ শর্তে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া, ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা ও আগামী দুই বছর তাদের ভ্যাটের আওতার বাইরে রাখার সুপারিশ করছি।’
স্বর্ণলতা রায় বলেন, ‘দেশে এখনও নারী উদ্যোক্তাদের জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে উদ্যোক্তারা শ্রমের তুলনায় সফল কম হচ্ছেন। সরকারের এটুআই প্রকল্পের অধীনে চেম্বারের সহযোগিতায় সারাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এতে নারী উদ্যোক্তাদের জন্য ‘অনলাইন প্ল্যাটফরম’ আরও বিস্তৃত হবে। অর্থনৈতিকভাবেও তারা হবেন লাভবান। উৎপাদিত পণ্যের নতুন বাজারও তৈরি হবে।’
এছাড়া এবারের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য স্বাস্থ্য বীমা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, ‘এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ প্যাকেজ উন্নয়ন ঘোষণা করে বরাদ্দ দেওয়া দরকার।
আরসি-০৯