কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ০৩, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। বুধবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বর্ণি এলাকায় থানা স্থাপনের জন্য জমি পরিদর্শনে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলকাছ আলী, বর্ণি উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ড. মহিবুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল মতলিব, ইউপি সদস্য আব্দুল খালিক, রইছ মিয়া, সোহেল আহমদ, ছাত্রলীগ নেতা কবির আহমদ শিপু প্রমুখ।
জমি পরিদর্শন শেষে হাইওয়ে এসপি মো. শহিদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু মহাসড়কের সন্নিকটে বর্ণির পূর্বপাশের জমিটি থানা স্থাপনের জন্য পছন্দ হয়েছে। এ ব্যাপারে শিগগির পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এমকে/আরআর-০৬