নিজস্ব প্রতিবেদক
জুন ০২, ২০২১
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
১১:৪৯ অপরাহ্ন
অন্যান্য বছরের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। কারণ মহামারি করোনা পরিস্থিতির এক বছর অতিক্রান্ত হয়েছে। করোনাকালিন এ সময়ে খাদ্য নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সেক্ষেত্রে কৃষি আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। তাই আসছে বাজেটে কৃষি এবং খাদ্য নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী।
বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী এই নেতা কথা বলেছেন সিলেট মিরর-এর সঙ্গে। সেখানে তিনি কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার কথাটি বলেছেন।
কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী বলেন, ‘গত বছর করোনা মহামারি শুরুর কয়েক মাস আগে খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল। তখন কিন্তু আমরা টাকা দিয়েও ধান, চাল, পেয়াজের মতো পণ্য পার্শ্ববর্তী দেশ থেকে ক্রয় করতে পারিনি। তারা দেয়নি। দেয়নি বললে ভুল হবে- তাদের নিজেদের খাদ্য নিরাপত্তা কিংবা ঘাটতি থাকায় হয়তো রপ্তানি বন্ধ রেখেছিল। একইভাবে ২০১৯ সালে আমাদের উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়েছিল। কিন্তু সেগুলো মজুদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
দুটি বিষয় থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুটি বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। এর পাশাপাশি কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা, বাজেটে কৃষকের জন্য সার, ডিজেলের মতো অনুসঙ্গে এবং কৃষিযন্ত্রের ক্ষেত্রে ভর্তুকি বাড়ানো দরকার।’
গত তিনটি বাজেটেই কৃষি ভর্তুকির পরিমাণ এক জায়গায় আটকে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘পরিস্থিতির কারণে হলেও ভর্তুকির পরিমাণ এবার বাড়ানো দরকার। পাশাপাশি কৃষি যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক কমালে কৃষি যন্ত্রপাতি দেশেই কম খরচে উৎপাদন করা সম্ভব হবে। এতে কৃষক এবং দেশের কৃষিই লাভবান হবে।’
আরসি-০৭