শ্বশুরবাড়িতে ফল ও ইফতারসামগ্রী দেওয়ার প্রথা বন্ধের দাবি

ওসমানীনগর প্রতিনিধি


জুন ০২, ২০২১
১০:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
১০:৪১ অপরাহ্ন



শ্বশুরবাড়িতে ফল ও ইফতারসামগ্রী দেওয়ার প্রথা বন্ধের দাবি
ওসমানীনগরে মানববন্ধন

শত শত বছর ধরে সিলেট অঞ্চলে বৈশাখ-জৈষ্ঠ্য মাসে আয়োজন করে মেয়ের শ্বশুরবাড়িতে আম-কাঁঠালসহ ফলাদি ও রমজানে ইফতারসামগ্রী প্রদানের রেওয়াজ চলে আসছে। অনেক সময় দারিদ্রতার কারণে মেয়ের বাড়ির লোকজনের কাছে তা ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দাঁড়ায়। প্রতিবছরই এ নিয়ে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। চলতি বছর ওসমানীনগরের উসমানপুরে মেয়ের বাবার বাড়ি থেকে আসা ইফতারসামগ্রী শ্বশুরবাড়ির লোকজনের মনঃপুত না হওয়ায় এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। উপজেলার সাদিপুরে পছন্দসই ইফতারসামগ্রী না দেওয়ায় শ্বশুর ও শালাকে মারধরের ঘটনাও ঘটেছে। 

এসব প্রথা বন্ধের দাবিতে এবার মানববন্ধন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলার সচেতন সমাজ। বুধবার (২ জুন) দুপুরে স্থানীয় গোয়ালাবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা এসব কারণে অসংখ্য নারী শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছেন দাবি করে অবিলম্বে এই সামাজিক ব্যাধি বন্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাজকর্মী আলিম রাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আবদুল মতিন, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, অ্যাডভোকেট অসীম কুমার দাস, হাফিজ রায়হান আহমদ, শিক্ষক অজয় কুমার দেব, হাবিব চৌধুরী, ইউনিয়ন পরিষদের নারী সদস্য নেওয়া বেগম প্রমুখ।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক সুহেল আহমদ, কামরুজ্জামান কামরুল, এস এম সুহিন, কাজল মিয়া, মামুনুর রশিদ, ফুটবলার রতন আহমদ, আবদুল মুকিদ প্রমুখ। 


ইউডি/আরআর-০৪