সিসিকের কর্মচারী ও রিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন



সিসিকের কর্মচারী ও রিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

আটককৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে রিকশা শ্রমিকদের সমাবেশ চলাকালে সিলেটে সিটি করপোরেশনের  কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এসময় উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। রিকশা শ্রমিকদের ইটের আঘাতে সিসিকের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে,  আজ বুধবার (০২ জুন) বেলা পৌনে তিনটার আটক রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে সিটি করপোরেশনের সামনে সমাবেশ করেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা।

এসময় সিসিকের কর্মচারীদের সঙ্গে রিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়৷ এক সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে সিসিকের দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, ‘উভয় পক্ষই ইট-পাটকেল ছুড়েছে। এসময় শ্রমিকদের ইটে সিসিকের দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’

এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘উশৃঙ্খল শ্রমিকদের ইটে আমাদের অনেক গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দিব।’

এনএইচ/বি এন-১২