সিলেট-৩ আসনে উপনির্বাচন ১৪ জুলাই

সিলেট মিরর ডেস্ক


জুন ০২, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



সিলেট-৩ আসনে উপনির্বাচন ১৪ জুলাই

সিলেট-৩ আসনে উপনির্বাচনের তারিখ আগামী ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার । 

এছাড়া ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে ও জানিয়েছেন তিনি ।

সচিব জানান, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ করা হবে আগামী ১৪ জুলাই।  

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

বি এন-১০