শাবিপ্রবির সোশ্যাল সায়েন্সেস'র নতুন ডিন দিলারা রহমান

শাবি প্রতিনিধি


জুন ০২, ২০২১
০৬:০০ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৬:০০ অপরাহ্ন



শাবিপ্রবির সোশ্যাল সায়েন্সেস'র নতুন ডিন দিলারা রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল অব সোশ্যাল সায়েন্সেস'র নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান।

বুধবার (২ জুন) সকালে স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের অফিসে অধ্যাপক দিলারা রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেজ এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রমে গুণগত মানের উন্নয়ন বজায় রাখতে ডিনবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে ভালো শিক্ষক ও শিক্ষকদের মানোন্নয়নের প্রতি আরো জোর দিতে হবে। 

তিনি আরো বলেন, আমি সবসময় ভাল শিক্ষক নিয়োগ দেয়ার চেষ্টা করেছি। কারণ ভাল বীজ থেকে যেমন ভাল ফলন পাওয়া যায়। তেমনিভাবে ভাল শিক্ষক থেকে ভাল ছাত্র ও ভাল শিক্ষাকার্যক্রম প্রত্যাশা করা যায়। ভাল শিক্ষক নিয়োগ না দেওয়াটাও একধরণের দূর্নীতি। তাই আমি বিশ্ববিদ্যালয়ে সুশাসনের প্রতি গুরুত্ব প্রদান করে কাজ করে যাচ্ছি। 

সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদ ও নবনিযুক্ত ডিন অধ্যাপক দিলারা রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড মো. রাশেদ তালুকদার, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম এবং স্কুল অব সোশ্যাল সায়েন্সেস'র বিদায়ী ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদ ও নবনিযুক্ত ডিন অধ্যাপক দিলারা রহমান। 

এইচ এন/বি এন-০১