নগরে ভিটামিন ‘এ‘ প্লাস খাবে ৬১ হাজার ৫০২ শিশু, চলবে ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন



নগরে ভিটামিন ‘এ‘ প্লাস খাবে ৬১ হাজার ৫০২ শিশু, চলবে ১৫ দিন

আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সিলেট নগরে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার সিলেট নগরে ৬১ হাজার ৫০২ শিশু ভিটামিন এ ক্যাপসুল খাবে। 

আজ বুধবার (২ জুন) সিলেট সিটি করপোরেশনের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সম্পর্কে সিলেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ওয়েরিন্টেশনে এসব তথ্য জানানো হয়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেটে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু সিনিয়র সাংবাদিক আল আজাদ, কামকামুর রাজ্জাক, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বিসহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, এবার সিলেট নগরের মোট ২৪৭ কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্য ইপিআই টিকা কেন্দ্র থাকবে ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০ টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি, অতিরিক্ত কেন্দ্র ২৩টি। 

আরও জানানো হয় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৯৬ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৬৯ মাস বয়সী (১ থেকে ৫ বছর) ৫৫ হাজার ১০৬ শিশু লাল ক্যাপসুল খাবে। 

সভাপতির বক্তব্যে বিধায়ক রায় চৌধুরী বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম চালিয়ে যাব।’

এনএইচ/বিএ-০৩