গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে ঢাকাদক্ষিণ ইউনিয়ন চ্যাম্পিয়ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০১, ২০২১
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৬:২৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে ঢাকাদক্ষিণ ইউনিয়ন চ্যাম্পিয়ন

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান গোল্ডকাপ জাতীয় ফুটবল র্টুনার্মেন্টের (অনূর্ধ-১৭) ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে হয়েছে ঢাকাদক্ষিণ ইউনিয়ন। 

আজ সোমবার (৩১ মে)  বিকেলে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভাদেশ্বর ইউনিয়নকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ১-১ গোলে সমতা থাকে। খেলা গড়ায় ট্রাইবেকারে।

প্রথম দুটি শর্ট দুই দলের খেলোয়াড় গোল করলে ট্রাইবেকারের সময়ও দর্শক-সমর্থকদের উল্লাস ধ্বনিতে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। তৃতীয় শর্টের সময় ঢাকাদক্ষিণ ইউনিয়ন দলের গোল কিপার ভাদেশ্বর ইউনিয়ন দলের খেলোয়াড়ের শর্ট আটকিয়ে দিয়ে বিজয় নিশ্চিত করে। খেলার শেষে বিজয়ী ও রানার্স আপ দলতে ট্রাফি ও মেডেল তুলেদেন অতিথিবৃন্দ।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার অনুপম দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কাউন্সিলর রুহিন আহমদ খান,  গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- ইয়াজদান চৌধুরী, ইউপি সদস্য সেলিম আহমদ,  সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ,সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর। খেলার ধারাবিবরনীতে ছিলেন শিক্ষক ছালেহ আহমদ ও সাইফুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে আয়োজিত অংশগ্রহণকারী প্রতিটি  ইউনিয়নের খেলা থেকে খেলোয়াড় বাছাই করে উপজেলা টিম গঠন করা হয়েছে। আগামীতে উপজেলা টিম জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।