গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি


জুন ০১, ২০২১
০১:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০১:২০ পূর্বাহ্ন



গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামে জাম গাছে উঠে জাম পাড়ার সময় নিচে পড়ে গিয়ে কুদরত উল্লাহ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার দুপুরে বীরদল ছোটফৌদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালিকের ছেলে কুদরত উল্লাহ তার নিজ বসতবাড়িতে অবস্থিত একটি জাম গাছ থেকে জাম পাড়ার জন্য গাছের উপরে ওঠেন। জাম পাড়ার সময় ১৫০ ফুট উঁচু একটি ডাল থেকে পা পিছলে নিচে পাকার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন কুদরত উল্লাহ। আত্মীয়-স্বজনরা তাকে সঙ্গে সঙ্গে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে যান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইলে পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পুলিশ বিকেল ৪টায় নিহত কুদরত উল্লাহ'র লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


এমআর/আরআর-১০