বিশ্বনাথে ‌‘উদ্দীপ্ত সিলেট’র ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



বিশ্বনাথে ‌‘উদ্দীপ্ত সিলেট’র ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

‘রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত সিলেটের উদ্যোগে সোমবার (৩১ মে) উপজেলার দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবিদ কাওসার। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি।

ক্যাম্পেইন পরিচালনা করেন সংগঠনের সদস্য মুক্তার হোসেন মান্না, তাসনিমা খান সুমা।

রক্তের গ্রুপ নির্ণয় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমেদ পিয়ার, শিক্ষক  ইমরুল ইসলাম, শাহ আলম, আব্দুল হামিদ শিবলু, উদ্দীপ্ত সিলেটের সদস্য সজিব আহমেদ প্রমুখ।

বিএ-০৪