বিয়ানীবাজার প্রতিনিধি
মে ৩১, ২০২১
০৬:৪৬ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত বৃদ্ধা ফাতেমা বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃদ্ধার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে আরিফ আহমদ।
জানা গেছে, রবিবার আড়াইটার দিকে সিলেট-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরশহরের খাসা দিঘীরপার এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সিএনজি অটোরিকশার চালক, নারী ও শিশুসহ ৫জন আহত হন। তবে বৃদ্ধা ফাতেমা বেগম মাথা ও পায়ে গুরুতর জখম হওয়ায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন।
আহতরা হলেন, পাপলু আহমদ (২৮), সানজিদা আক্তার (২৬), নাইমা আক্তার (১১) ও সিএনজি অটোরিকশা চালক ইমন আহমদ (২৫)।
তারা সকলেই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। সকলেই উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘নিহতের স্বজনরা মামলা দায়ের করতে চাচ্ছে না। সেজন্য তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করতে আইনী প্রক্রিয়ায় যাচ্ছে। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি আমরা জব্দ করেছি। তবে ঘাতক ট্রাক চালক দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।’
এস এ/বি এন-০৩