জৈন্তাপুরে মাদকসহ আটক ২, বহনকারী সিএনজি জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি


মে ৩১, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন



জৈন্তাপুরে মাদকসহ আটক ২, বহনকারী সিএনজি জব্দ

সিলেটের জৈন্তাপুরে ২৪০ পিছ ইয়াবা ও বিভিন্ন সাইজের ১৩টি প্লাষ্টিকের বোতলে ভর্তি ৩০লিটার দেশীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ ৷ রবিবার (৩০ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এসময় মাদকবহনকারি সিএনজিটিও জব্দ করা হয়। 

‘রেজওয়ান অ্যান্ড রায়হান এক্সপ্রেস মা বাবার দোয়া’ নামক নাম্বার বিহীন টোকেন পরিচালিত সিএনজি অটোরিক্সা দিয়ে লালাখাল হয়ে ভারত থেকে নিয়ে আসা অ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট ও বাগানে চা শ্রমিকের মাধ্যমে সংগ্রহ করা দেশীয় চোলাই মদ সিলেট শহরে নিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আভিযান টিম তাদের আটক করে। 

আটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ইউনিয়নের মানিকপাড়া গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে মোঃ আমিনুলরইসলাম (৩৮) চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে রেজওয়ান আহমদ (২১)৷

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী সিন্ডিকেটের একটি চক্র নাম্বার বিহিন সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে মাদক সামগ্রী পাচার করে আসছে ৷ এদিকে পুলিশ উপজেলাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্সে নিয়মিত অভিযান পরিচালনা করছে৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ আটকের বিষয় নিশ্চিত করেন ৷ তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন ৷ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ৷ চারিকাটা ইউনিয়নে পুলিশের টিম মাদক নির্মূলে ২৪ ঘন্টা বিভিন্ন ভাবে তদারকি করছে ৷ আমাদের মাদক বিরুধী অভিযান অব্যাহত আছে ৷

আরএস/আরসি-০১