গোয়াইনঘাটে সাইকেল পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ৩১, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে সাইকেল পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সমতল সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বাইসাইকেল সিলেটের গোয়াইনঘাট উপজেলা পর্যায়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সমতল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মে) বেলা ২টায় ২০২০-২০২১ অর্থবছরের বরাদ্দ থেকে পাওয়া এসব বাইসাইকেল উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলার জাফলং ও ফতেপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমতল সম্প্রদায়ের দুই ইউনিয়নের ২০ জন শিক্ষার্থীকে ২০টি বাইসাইকেল দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।


এমএম/আরআর-১৫