প্র‍য়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শোক সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ৩১, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন



প্র‍য়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শোক সভা

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্র‍য়াত মেয়র, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক সভা ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) উপজেলার রণ‌কেলী বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জের উ‌দ্যো‌গে বিদ্যালয় স‌ম্মেলন ক‌ক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

রণ‌কেলী বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামা‌লের সভাপ‌তি‌ত্বে ও শিক্ষক আবু সু‌ফিয়ান মোহাম্মদ আজ‌মের প‌রিচালনায় অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রণ‌কেলী বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জের গভ‌র্নিং ব‌ডির সভাপ‌তি মিজানুর রহমান চৌধুরী রিংকু। 

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন, গভ‌র্নিংব‌ডির সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা সোনা মিয়া, এনামুল হক, আলা উ‌দ্দিন, গোলাম কিব‌রিয়া রু‌বেল, জা‌বেদ আহমদ চৌধুরী। 

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সহকারী শিক্ষক সৈয়দ নূরুল হা‌ফিজ, মুকুল হোসেন, আবুল ক‌য়েছ, সৈয়দ প্রভাষক এহসানুল হক। পরে দোয়া মাহফিলে মরহুম সিরাজুল জব্বার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম খান।

এফএম/বিএ-১২