নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
সারাদেশের সঙ্গে সিলেটে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এই ক্যাম্পেইন চলবে ১৯ জুন পর্যন্ত। ১২ দিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে এবার সিলেট জেলায় মোট ৪ লাখ ৬৩ হাজার ২৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে ১২ মাস থেকে ৫৯ বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৪৫৪ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৯ হাজার ৮১৮ জন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার সিভিল সার্জন অফিসের ইপিআই কনফারেন্স রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি।
সভায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় সিলেট সদর উপজেলায় ১ থেকে ৫ বছর বয়সী ৫৪ হাজার ৪১ জন শিশু রয়েছে। এছাড়া ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৬ হাজার ৬৪৩ জন। এই ৬০ হাজার ৬৮৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিলেটের অন্যান্য উপজেলার মধ্যে একইভাবে দক্ষিণ সুরমায় ১ থেকে ৫ বছর বয়সী ৩৪ হাজার ৬৬০ জন ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭০৬ জন শিশু রয়েছে। বিশ্বনাথে ১ থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৪৭৬ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৬৫ জন। বালাগঞ্জে ৩৩ হাজার ৯৫৪ জন ও ৪ হাজার ৩৩৯ জন।
গোলাপগঞ্জে ৪০ হাজার শিশু রয়েছে ১ থেকে ৫ বছর বয়সী, যাদের এই ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই উপজেলা এক বছরের নিচে ৫ হাজার ৫০০ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ফেঞ্চুগঞ্জে ৫ বছর পর্যন্ত বয়সী ১২ হাজার ৬৭ জন ও ১১ মাস পর্যন্ত বয়সী ১ হাজার ৪৮৯ জন শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল।
এছাড়া বিয়ানীবাজারে ৫ বছর পর্যন্ত বয়সী ৩৫ হাজার ৪৭৫ জন ও ১১ মাস বয়সী ৩ হাজার ৭৭২ জন, জকিগঞ্জে ৫ বছর পর্যন্ত বয়সী ৩১ হাজার ২৩৯ জন ও ১১ মাস পর্যন্ত বয়সী ৩ হাজার ৭২০ জন, কানাইঘাটে ৫ বছর পর্যন্ত বয়সী ৪৫ হাজার ৫২৮ জন এবং ১১ মাস পর্যন্ত বয়সী ৪ হাজার ৭৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে জেলার বাকি তিন উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ১ লাখ ১৪ হাজার ৯৪৪ জনকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে জৈন্তাপুরে ২৮ হাজার ১০৫ জন রয়েছে। যাদের মধ্যে ৫ বছর পর্যন্ত বয়সী রয়েছে ২৫ হাজার ৪২ জন এবং ১১ মাস পর্যন্ত বয়সী রয়েছে ৩ হাজার ৬৩ জন শিশু। গোয়াইনঘাটে ৫ বছর পর্যন্ত বয়সী রয়েছে ৪৮ হাজার ৪৪২ জন ও ১১ মাস পর্যন্ত শিশু বয়সী রয়েছে ৬ হাজার ১৯১ জন। কোম্পানীগঞ্জে ৫ বছর পর্যন্ত বয়সী রয়েছে ২৮ হাজার ৫৩০ জন ও ৩ হাজার ৬৭৬ জন শিশু রয়েছে ৬ থেকে ১১ মাস বয়স পর্যন্ত।
মতবিনিময় সভায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিলেট সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়। বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
সিলেটের সিভিল সার্জন বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। করোনা প্রেক্ষাপটে এই ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব বেড়ে গিয়েছে। এই ক্যাপসুল খাওয়ালে শিশুদের করোনা আক্রান্তের ঝুঁকি কমে যায়। অভিভাবকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে আসবেন।
এসময় সিলেটের বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিএ-১১