সিলেটে ভূমিকম্প, এক সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২১
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



সিলেটে ভূমিকম্প, এক সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে রবিবার সকাল অবধি ৫ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। যদিও স্থানীয়দের ভাষ্যে মোট ৮ বার কেঁপেছে সিলেট। এতে করে সিলেটজুড়ে বড় ভূমিকম্পের শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই আগামী এক সপ্তাহ সিলেটজুড়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তারা। এসময় তারা লিফট এড়িয়ে চলা ও অপ্রয়োজনে বিদ্যুতের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

কয়েক দফা সিলেট কেঁপে উঠায় আগামী এক সপ্তাহ সিলেটজুড়ে সতর্কতার বিকল্প নেই বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর প্রকৌশল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহির বিন আলম।

সিলেট মিররের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছোট ছোট ভূমিকম্প হলে বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে। তবে সেটা কোথায় হবে তা আমরা জানি না। তাই আমাদের আগামী এক সপ্তাহ সতর্ক থাকতে হবে। 

নিরাপত্তার দিকে জোরদার দিয়ে তিনি বলেন, আগামী ৭ দিন সিলেটের বহুতল ভবনগুলোর বাসিন্দাদের লিফট এড়িয়ে চলতে অনুরোধ জানাব। কারণ বড় ধরণের ভূমিকম্পে ভবন বাঁকা হয়ে যেতে পারে। এসময়ে লিফট বন্ধ হয়ে যায়। তখন অক্সিজেনের অভাব তৈরি হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া গ্যাসের চুলা ও পাশে থাকা ম্যাচের কাঠিগুলোও সরিয়ে রাখাটা নিরাপদ। ঘুমানোর আগে প্রয়োজনে গ্যাসের লাইনের চাবিটাও বন্ধ রাখা উচিৎ। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বন্ধ রাখাটাও সবার জন্য নিরাপদ। বড় ভূমিকম্প হলে গ্যাসের লাইন ফেটে যেতে পারে। বিদ্যুত কিংবা পানির সংযোগ চালু থাকলে সেখান থেকেও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

আরসি-০১