ভূ‌মিকম্প ও শেভর‌ণের মাইন বি‌ষ্ফোর‌ণের সত্যতা মিলেনি

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২১
০৩:৩৬ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৮:২৬ অপরাহ্ন



ভূ‌মিকম্প ও শেভর‌ণের মাইন বি‌ষ্ফোর‌ণের সত্যতা মিলেনি

'শেভরনের মাইন বিস্ফোরণ ভূমিকম্প হয়েছে' এমন একটি স্ট্যাটাস শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরেকটি স্ট্যাটাস বলা হয়, 'এ বিষয়ে জবাব দিতে নগর ভবনে আজ রবিবার শেভরনে ডাকা হয়েছে'।

তবে বিষয়টি ভূয়া বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

তিনি সিলেট মিররকে বলেন, ‘মাইন বিস্ফোরণে এতবার ভূমিকম্প হওয়ার কোনো সুযোগ নেই৷ এছাড়া গতকাল জালালাবাদ গ্যাস, পানি, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ সিলেটের প্রশাসনের সঙ্গে জরুরি সভা করেছে সিলেট সিটি করপোরেশন। তখনও এসব কোনো কিছু শোনা যায়নি৷’

বিষয়টি জানতে নগর ভবনে শেভরনকে ডাকা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'শেভরনকে নগর ভবনে ডাকা হয়নি, বিষয়টি ভূয়া।'

এদিকে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম মেয়র আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে বলেন, 'সিসিক এ বিষয়ে কিছু জানে না। তবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লেখা হচ্ছে তা খতিয়ে দেখা হবে। '

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্ট্যাটাসে বলা হয়, 'শেভরন কোম্পানি তাদের এরিয়াতে কূপ খননের মাইন বিস্ফোরণ করেছে যার কারণে বার বার কেঁপে উঠেছে সিলেট নগর।'

আরেকটা স্ট্যাটাসে বলা হয়, 'কোনো পূর্বঘোষণা ছাড়া শেভরন উক্ত মাইন বিস্ফোরণ ঘটানোর কারণে আগামীকাল রবিবার কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য নগর ভবনে ডাকা হয়েছে।'

আর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপনন-উত্তর) প্রকৌশলী এ.কে.এম শামসুল আলম সিলেট মিররকে বলেন, 'বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ার পর আমরা বিষয়টি খোঁজ নিয়েছি। তবে এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ভূয়া।'

এনএইচ/আরসি-০৩