ভোরে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২১
০৩:২১ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন



ভোরে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট

ভোররাতে সিলে‌টে আবারও ভূমিকম্প অনূভুত হয়েছে। আজ রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনূভুত হয়। এর উৎপত্তিস্থল সিলেটে বলে জানিয়েছে আবহাওয়া অফিদপ্তর।

এ নিয়ে দুই দিনে আবহাওয়া অধিদপ্তরের হিসেবে ৫ বা ভূমিকম্প অনূভুত হল। তবে সাধারণ মানুষ ৮ বার তা অনূভুত করেছেন।

ভোরের দিকে ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি। তবে যারা টের পয়েছেন তারা অনেকেই ঘর থেকে বের হয়ে পড়েন। তবে তাৎক্ষনিক ভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি৷ 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, 'খুব মাইনোর ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ২.৮। যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে অর্থাৎ সিলেটে।

এনএইচ/আরসি-০২/এএফ-০১