নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১
০৪:০১ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
১১:৩৮ অপরাহ্ন
সিলেটে আজ অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১ বলে জানা গেছে। আর এর উৎপত্তিস্থল ছিল সিলেটই।
আজ শনিবার (২৯ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম সিলেট মিররকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভূমিকম্পটি সিলেট স্টেশনেই হয়েছে। সিলেট ছাড়া আর কোথাও ভূমিকম্প অনুভূত হয়নি।’
সিলেটে পর পর ৩ বার ভূমিকম্প অনুভূতের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একটাই পেয়েছি যার মাত্রা ৪.১। আরও একটা হয়ে থাকলে সেটা মাইনোর। এক্ষেত্রে যদি চারবারও অনুভূত হয় তাহলেও পর্যাপ্ত ওয়েব ফর্ম না থাকলে ভূমিকম্প হিসেবে ধরা যায় না৷’
মুমিনুল ইসলাম বলেছেন, `সিলেটে এমন আর কখনো হয়নি যদিও সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশে। সিলেটের জৈন্তায় আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে সবগুলোই ছোটো ধরণের ভূমিকম্প।'
তিনি আরও বলেন, `ভূমিকম্পের প্রিশক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্প প্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া ওই অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস আছে।'
এনএইচ/আরসি-০৮