নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১
০৩:৩৩ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
০৪:৪৪ অপরাহ্ন
এক ঘন্টারও কম সময়ের মধ্যে তিনবার কেঁপে উঠল সিলেট।
আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৮ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে তিন দফায় কেঁপে উঠে সিলেট।
এর মধ্যে সকাল ১০ ট ৩৮ মিনিটে প্রথমবার, ১৩ মিনিট পর সকাল ১০ টা ৫০ মিনিটে দ্বিতীয় এবং সকাল সাড়ে ১১টার দিকে তৃতীয়বার কেঁপে উঠে সিলেট।
তবে তিনটি ভূমিকম্পের কোনোটিরই রিখটার স্কেলের মাত্রা এখনও জানা যায়নি।
এসময় সাধারণ মানুষ অনেকেই ঘর থেকে বের হয়ে পড়েন। ভূমিকম্প বেশ কিছু সময় স্থায়ী ছিল বলে জানান অনেকে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি৷
সিলেট ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, 'সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।'
এ বিষয়ে জানতে সিলেট আবহাওয়া অফিসে আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সিলেট মিররকে বলেন, 'ভূমিকম্প হয়েছে। তবে এখনো এর মাত্রা ও উৎপত্তিস্থল কিছু জানা যায়নি৷'
আরসি-০৭