সিলেটে অল্প ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২১
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০৪:২০ অপরাহ্ন



সিলেটে অল্প ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প

সিলেটে নগরে অল্প সময়ের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২৯ মে) সকালে সিলেট জেলার বিভিন্ন স্থানে এই দু’বার ভূমিকম্প অনুভূত হয়।

শনিবার ১০ টা ৩৭ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। মিনিট কয়েক পর সকাল ১০ টা ৫০ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়।

এসময় সাধারণ মানুষ অনেকেই ঘর থেকে বের হয়ে পড়েন। ভূমিকম্প বেশ কিছু সময় স্থায়ী ছিল বলে জানান অনেকে। তবে তাৎক্ষনিক ভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি৷ 

এ বিষয়ে জানতে সিলেট আবহাওয়া অফিসে আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সিলেট মিররকে বলেন, 'ভূমিকম্প হয়েছে। তবে এখনো এর মাত্রা ও উৎপত্তিস্থল কিছু জানা যায়নি৷'


এ সংক্রান্ত পরবর্তী সংবাদ পড়ুন-

সিলেটে এক ঘন্টার মধ্যে তিনবার ভূমিকম্প



এনএইচ/আরসি-০৬