জামালগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
সভাপতি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১০৮ নিগমানন্দ পরমংশদেবের বিভাগীয় মন্দির নির্মাণের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মে) সিলেটস্থ মাছিমপুর নিগমানন্দ পরমংশদেবের মন্দিরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ।
মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জের অর্ধেন্দু ঘোষ চৌধুরী (সঞ্জু)। এছাড়া রনতোষ দত্তকে সাধারণ সম্পাদক ও বিকাশ মোদককে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় সিলেটের বিভিন্ন অঞ্চলের নিগমানন্দ পরমংশদেবের শিষ্যগণ উপস্থিত ছিলেন।
এ কমিটির অধীনে বিভাগীয় মন্দির নির্মাণের কাজ পরিচালিত হবে।
বিআর/আরআর-০৫