বিভাগীয় মন্দির নির্মাণে পরিচালনা কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি


মে ২৯, ২০২১
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
১২:১২ পূর্বাহ্ন



বিভাগীয় মন্দির নির্মাণে পরিচালনা কমিটি গঠন
সভাপতি অর্ধেন্দু, সম্পাদক রনতোষ

সভাপতি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১০৮ নিগমানন্দ পরমংশদেবের বিভাগীয় মন্দির নির্মাণের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মে) সিলেটস্থ মাছিমপুর নিগমানন্দ পরমংশদেবের মন্দিরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ।

মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জের অর্ধেন্দু ঘোষ চৌধুরী (সঞ্জু)। এছাড়া রনতোষ দত্তকে সাধারণ সম্পাদক ও বিকাশ মোদককে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় সিলেটের বিভিন্ন অঞ্চলের নিগমানন্দ পরমংশদেবের শিষ্যগণ উপস্থিত ছিলেন।

এ কমিটির অধীনে বিভাগীয় মন্দির নির্মাণের কাজ পরিচালিত হবে।


বিআর/আরআর-০৫