বালাগঞ্জে ব্রিক ফিল্ড ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২১
১০:৩১ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
১০:৩১ অপরাহ্ন



বালাগঞ্জে ব্রিক ফিল্ড ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

সিলেটের বালাগঞ্জে দিরাজ পাল (৬৩) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় গহরপুর রতনপুর ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক।

শুক্রবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই ব্রিক ফিল্ডে দিরাজ পালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাজ পাল দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে।

ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক খুনের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসিছি। এখনও ঘটনাস্থলেই আছি। নিহতের লাশ ময়নাতদেন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছি।’

বিএ-০৪