নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২১
১০:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
১১:১০ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্বেরগাও গ্রামে নিজ বসত বাড়িতে ধর্ষণের শিকার হন এ গৃহবধূ।
জানা গেছে, মঙ্গলবার রাতে ঘিলাছড়ার পূর্বেরগাঁও গ্রামের গৃহবধূ রাতের কাবার শেষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। গভীর রাতে স্থানীয় তিনজন দরজা ভেঙে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর দুইজন গৃহবধূর হাত-পা চেপে ধরে রাখে এবং অন্যজন তার উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাশর্^বর্তী উত্তর যুধিষ্টিপুর গ্রামের সাজু (১৭), উসামা (১৮) ও জুনেদ (১৯)। তারা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে গৃহবধূর অভিযোগ শুনে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করলেও আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছ।’
এএফ/০২