সিলেট মিরর ডেস্ক
মে ২৭, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে ১০ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন নামে এক মাদরাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন আগ্রাবাদ বেপারীপাড়ার তালিমুল করিম আদর্শ মাদরাসার অধ্যক্ষ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ইয়াছিনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। দীর্ঘদিন চট্টগ্রামে থেকে মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। তিনি ইয়াবা সেবন ও বিক্রি করতেন। এক তরুণীকে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন ছয়টি বিয়ে করেছেন। কুমিল্লার দেবিদ্বারের এক তরুণীর সঙ্গে তার টেলিফোনে যোগাযোগ হয়। এর পর তাকে বিয়ে করে চট্টগ্রামে নিয়ে আসেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা ইয়াছিনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে সিডিএ আবাসিক এলাকায় ইয়াছিনের বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় তার বাসা থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মহসিন জানান, ২০১১ সালেও মো. ইয়াছিন মাদক মামলায় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে আরেকটি মামলা করা হয়েছে।
বিএ-০৩