সিলেটে হোটেল থেকে ৪ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক


মে ২৭, ২০২১
১২:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৭, ২০২১
১২:১০ পূর্বাহ্ন



সিলেটে হোটেল থেকে ৪ নারী-পুরুষ আটক

সিলেট নগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ২ জন নারী ও ২ জন পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মে) বেলা আড়াইটার দিকে ওই হোটেলে   অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল একদল পুলিশ অভিযান চালায়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের ওই দল হোটেলে গিয়ে দেখতে পায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে কয়েকজন নারী পুরুষ। এসময় ২ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, সিলেটের জালালাবাদ থানার জঙ্গারকান্দি গ্রামের নুর ইসলামের ছেলে মো. মিলন (২৪), জকিগঞ্জের কসকনপুর বিয়াবাই গ্রামের আব্দুল মালিকের ছেলে লিটন আহমদ (২০)সহ চার জন।