দোয়ারাবাজার প্রতিনিধি
মে ২৭, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন
মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মুলে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।
বুধবার (২৬ মে) সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন।
ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যাবতীয় অপরাধ নির্মুলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে। দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সাংবাদিকদেরকে সোচ্চার হতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক বজলুর রহমান, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, আশিক মিয়া, হারুন অর রশীদ, এম এ মোতালিব ভুঁইয়া, আশিস রহমান প্রমুখ।
এইচএইচ/আরআর-১০