সিলেট সীমান্তে কারফিউ চোরাচালানে নতুন কৌশল চক্রের

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২৫
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২৫
১২:২৪ পূর্বাহ্ন



সিলেট সীমান্তে কারফিউ চোরাচালানে নতুন কৌশল চক্রের


ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে রাতের কারফিউ জারির পর সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। বিজিবি ও পুলিশ রাতভর সতর্ক পাহারায় থাকলেও থেমে নেই চোরাকারবারিরা। বৈরী আবহাওয়া আর অরক্ষিত সীমান্তপথকে সুযোগ হিসেবে নিচ্ছে তারা।

স্থানীয় প্রশাসন ও সীমান্তবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে ভারতের পূর্ব খাসি, পশ্চিম জৈন্তিয়া ও পূর্ব জৈন্তিয়া পাহাড়ঘেঁষা সীমান্ত এলাকায় প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।

এর পরপরই সিলেটের প্রশাসন বিজিবি, পুলিশ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয় বাড়তি সতর্কতার। বিজিবিও নজরদারি জোরদার করে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘বিজিবির সঙ্গে কথা হয়েছে। তারা সতর্ক অবস্থানে আছে।

তবে এসবের মধ্যেও অন্তত ৩০টি সীমান্তপথে গরু-মহিষ, ভারতীয় শাড়ি, কসমেটিকস, আমদানিনিষিদ্ধ নাছির বিড়িসহ নানা পণ্যের চোরাচালান চলছে বলে অভিযোগ স্থানীয়দের। জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী, জালিয়াখলা, বাইরাখেল, মিলাটিলা, নলজুরীসহ কয়েকটি এলাকার সীমান্ত দিয়ে এই কার্যক্রম চলছে বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘সব কিছু স্বাভাবিক আছে।

কারফিউর পর বিজিবি-পুলিশ টহল জোরদার করেছে। সীমান্তে ভারতের বসানো সার্চলাইটের কারণে কারো পক্ষে যাওয়া-আসা সম্ভব নয়।’



কালের কণ্ঠ/এএফ-০১