জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ২৬, ২০২১
১১:৩০ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২১
১২:৪২ পূর্বাহ্ন



জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

সিলেট-তামাবিল মহাসড়কের নলজুড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় অলিউল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। অলিউল্লাহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের সালেহ আহমদ বাবুর ছেলে।

বুধবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে সিলেটগামী বালুবোঝাই একটি ট্রাক নলজুড়ি নামক স্থানে সড়কের পাশ দিয়ে যাওয়া অলিউল্লাহকে ধাক্কা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় ঘটনাস্থলে যান এবং ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকের ধাক্কায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পর যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।


এমএম/আরআর-০৯