জৈন্তাপুর প্রতিনিধি
মে ২৬, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
১০:০৫ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বারইকান্দি নামক স্থানে লেগুনা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে দরবস্ত বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত টমটমকে একটি লেগুনা (সিলেট মেট্রো-ছ ১১-০০৩৪) ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হন গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের সফর আলীর ছেলে ইমাম উদ্দিন (৫০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন, কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের মো. আব্দুল্লাহ (৪৫), জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচ সেউতী গ্রামের রফিক আহমদের ছেলে আক্তার (২২), একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের হোসেন মিয়ার ছেলে মোফাজ্জিল আহমদ (৩০), গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের মানিক আহমদের ছেলে কাওছার আহমদ (২২), একই উপজেলার গোয়াইনগ্রামের মাসুক আহমদের ছেলে জিল্লুর রহমান (২৫) ও সতি গ্রামের মকদ্দছ মিয়ার ছেলে নুরুজ্জামান (৪০)।
স্থানীয় জনতা দুর্ঘটনার পর পর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম উদ্দিনকে (৫০) মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ।
আরকে/আরআর-০৩