নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২১
০৭:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন
সিলেটে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। করোনা মহামারীর কারণে বড় কোনো আয়োজন না থাকলেও ফুল দিয়ে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। হয়েছে আলোচনা সভাও।
কবির ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে কবি নজরুল অডিটোরিায়ামের মুক্তমঞ্চে কবির অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। সব ঝড়ুঝঞ্ঝা দূর করতে তিনি বিজয়ের গান গেয়েছেন। এই করোনা মহামারীতেও নজরুলের গান আমাদেরকে সংকট দূরীকরণে প্রেরণা যোগাচ্ছে।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামও সিলেটে এসেছিলেন। তাঁর আগমনের স্মৃতি আমরা স্মরণ করব। রিকাবীজারের এই চত্বরের নাম জাতীয় কবির নামে হয়েছে, তবে এখনও কবি নজরুলের কোনো প্রতিকৃতি স্থাপন করা হয়নি। আশা করি আগামী বছরের মধ্যেই নজরুল চত্বরে জাতীয় কবির প্রতিকৃতি স্থাপন করা হবে।’
নজরুল পরিষদ সিলেটের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, চিত্রশিল্পী সমন্বয় পরিষদের পক্ষে বক্তব্য দেন, শামসুল বাসিত শেরো, নজরুল সংগীত শিল্পী পরিষদের পক্ষে বিজন রায়, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু, রবীন্দ্র সঙ্গীতশিল্পী রানা কুমার সিনহা প্রমুখ।
বক্তারা বলেন, ‘কবির আজকের জন্মদিনে আমাদের প্রার্থনা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারী থেকে বিশ্ব এবং আমরাও যেন রক্ষা পাই, এটি আমাদের প্রার্থনা।’
জাতীয় কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাব, সম্মিলিত নাট্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, চিত্রশিল্পী সমন্বয় পরিষদ, কথাকলি সিলেট, শ্রুতি সিলেট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সিলেট বিভাগ, লিটল থিয়েটার, থিয়েটার একদল ফিনিক্স, সিলেট জেলা প্রেসক্লাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামসহ আরও অনেক সংগঠন।
এছাড়া জাতীয় কবির জন্মদিন উপলক্ষে নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে সন্ধ্যায় ছিল ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরসি-০৯