বিয়ানীবাজার প্রতিনিধি
মে ২৬, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মইজ উদ্দিনের ঘর থেকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রনাই মিয়ার ছেলে মইজ উদ্দিন (৪৫), টিকরপাড়া গ্রামের মৃত ছইদ উদ্দিনের ছেলে রহিম উদ্দিন (৪০), উত্তর গাঙপার গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ফরিজ উদ্দিন (৪৫) এবং বড়লেখা উপজেলার মহদীকোনা গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে আলিম উদ্দিন (৫০) ও অজমির গ্রামের মৃত গোপেন্দ্র বিশ্বাসের ছেলে রবি বিশ্বাস (৩৭)।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আজ বুধবার (২৬ মে) সকালে আদালতে হাজির করা হবে।
এসএ/আরসি-০৪