নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন
সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পীর মহল্লা মাদরাসা গলীর মাঠের দক্ষিণ পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা নগরের বিভিন্ন স্থানে বিশেষ করে আম্বরখানা, এয়ারপোর্ট রোডে সাধারণ মানুষকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্নালংকার প্রভৃতি ছিনতাই করতো বলে জানিয়েছে র্যাব।
তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোবাইলসহ ৪টি দেশীয় অস্ত্র তলোয়ার, চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে বনকলা পাড়ার সোহেল মিয়ার কলোনীর ভাড়াটিয়া মো. হন্নান মিয়ার ছেলে সোহেল আহমদ (২১), সাগরদিঘীর পাড় এলাকার মো. এবারক মিয়ার ছেলে মো. কামরুল হাসান(১৯), পশ্চিম পীর মহল্লা সিরাজ মঞ্জিলের মো. বাবুল মিয়ার ছেলে মো. রাকিব ইসলাম (১৯) ও ওসমানী নগরের দয়ামীরের বকুল মিয়ার বাসার মৃত মো. ফুল মিয়ার ছেলে আহমেদ রিমন (১৯)।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে এই ছিনতাইকারী চক্র দলবদ্ধ হয়ে সিলেট শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে আম্বরখানা, এয়ারপোর্ট রোডে সাধারণ মানুষকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্নালংকার প্রভৃতি ছিনতাই করতো। বিশেষ করে যারা বাধা দিত সে সকল ভূক্তভোগীকে ছিনতাইকারীরা মারধরসহ মারাত্মকভাবে জখম করতো।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিএ-১৫