নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন
সিলেট নগরের হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে রুদ্র দত্ত (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ মে) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রুদ্র সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং নগরের জিন্দাবাজার এলাকার প্রয়াত প্রিয় লাল দত্তের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল নির্ভানা ইনের এক কর্মকর্তা জানান, ‘বিকেল ৫টার দিকে রুদ্র হোটেলের সুইমিংপুলে সাতার কাটতে নামেন। এ সময় রুদ্রের সঙ্গে তার বন্ধুরাও ছিলেন। পুলে নামার আধাঘন্টা পর বন্ধুরা রুদ্রকে দেখতে না পেয়ে সবাই মিলে খোঁজাখুজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা পুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রুদ্র পানির নিচে ডুবে আছেন।
এসময় তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি বলেন, ‘আমাদের ফোর্স সেখানে আছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’
আরসি-০৯