বিয়ানীবাজার প্রতিনিধি
মে ২৫, ২০২১
১০:২৫ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
১০:২৫ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে গো-খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন উপজেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোক্তাদির বিল্লাহ ও বিয়ানীবাজার থানার একদল পুলিশ।
অভিযানে গো ও পোলট্রি খাদ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক পরিবেশ এবং মাংস বিক্রিতে ভেজাল আছে কি না সেগুলো যাচাই করেন দায়িত্বশীলরা। এ সময় শহরের ৮টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়। তবে গো-খাদ্য ও পোলট্রি খাদ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ থাকলেও সেটি এ অভিযানে যাচাই করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর বলেন, অভিযানে পণ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক পরিবেশ এবং মাংসের দোকানে বিক্রিযোগ্য মাংসে ভেজাল আছে কি না তা যাচাই করা হয়েছে। এ সময় ৮টি দোকানকে জরিমানা করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি এ অভিযানে যাচাই করা হয়নি। আগামীতে এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে।
এসএ/আরআর-০৪